হেলপ লাইন: সুপ্রভাত, আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?
কাস্টমার: আমি আমার গাড়িতে উঠলাম, দরজা বন্ধ করলাম এবং তারপর কিছুই হলো না!
হেলপ লাইন: (অবাক হয়ে) কী হবে বলে চিন্তা করেছিলেন!!
কাস্টমার: গাড়ি তো তারপর চলার কথা! চলেনি তো।
হেলপ লাইন: আপনি কি ইগনিশনে চাবি ঢুকিয়ে ঘুরিয়েছিলেন?
কাস্টমার: ইগনিশনটা আবার কী?!
হেলপ লাইন: এটি একটি স্টার্টার মোটর, যা গাড়ির ব্যাটারি থেকে কারেন্ট এনে ইঞ্জিন চালু করে।
কাস্টমার: ইগনিশন? স্টার্টার মোটর? ইঞ্জিন? গাড়ি চালাতে হলে কি এখন আমাকে এসব কঠিন কঠিন টেকনিক্যাল টার্ম মুখস্থ করতে হবে!
পূর্ববর্তী:
« মোট লোকের অর্ধেক
« মোট লোকের অর্ধেক
পরবর্তী:
মোটরসাইকেলে ওঠার মতন সময় নেই »
মোটরসাইকেলে ওঠার মতন সময় নেই »
Leave a Reply