পেটে তীব্র ব্যথা নিয়ে এক ভদ্রমহিলা ডাক্তারের কাছে গেলেন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার বললেন, আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। অপারেশন করাতে হবে।
ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য ভদ্রমহিলা অন্য এক ডাক্তারের কাছে গেলেন। এই ডাক্তার ভালো করে দেখেশুনে বললেন, কে বলেছে আপনার অ্যাপেন্ডিসাইটিস, আপনার তো গলব্লাডারে পাথর হয়েছে।
ভদ্রমহিলা বাড়ি ফিরে এলে তাঁর বান্ধবী জিজ্ঞাসা করলেন, এখন কী করবে ভাবছ?
ভদ্রমহিলা বললেন, ভাবছি প্রথম ডাক্তারের কথাই শুনব। অ্যাপেনডিক্সের অপারেশনের খরচ অনেক কম।
পূর্ববর্তী:
« অপারেশন থিয়েটার
« অপারেশন থিয়েটার
পরবর্তী:
অপারেশনের পর তুমি সব করতে পারবে »
অপারেশনের পর তুমি সব করতে পারবে »
Leave a Reply