রাতে স্বামী-স্ত্রীতে মিলে টিভি দেখতে বসেছেন। বেইজিং অলিম্পিকের একটা অনুষ্ঠান দেখতে দেখতে স্ত্রী শুধালেন—অলিম্পিক জিনিসটা কী? শুরুতে স্বামী বিষয়টাকে ঠাট্টা হিসেবে নেন। কিন্তু স্ত্রীর মুখ-চোখের ভাব দেখে সন্দেহ হয় তাঁর। এবার তিনি স্ত্রীকে জিজ্ঞেস করেন, আজ কী বার বলো তো? জবাবে স্ত্রী এলিস নিরুত্তর। এবার স্বামী স্কট তাঁকে জিজ্ঞেস করলেন, প্রেসিডেন্টের নাম কী? জবাবে এলিস বললেন, বিল ক্লিনটন। এরপর দেখা গেল এলিস গত কয়েক বছরের কোনো কথাই মনে করতে পারছেন না। সঙ্গে সঙ্গে চিকিত্সক ডাকলেন স্কট। চিকিত্সক বললেন, আপনার স্ত্রীর স্মৃতিভ্রষ্ট (অ্যামনেসিয়া) হয়েছে। ভালোবাসা বিনিময়ের পরপর নারীদের এমন স্মৃতিবিভ্রাট অস্বাভাবিক কিছু নয়।
রয়টার্স
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০৯, ২০০৯
Leave a Reply