গরুর রচনা লেখবার আগে শিক্ষক অনেকগুলো পয়েন্ট বললেন। সবাই তা বুঝতে পেরেছে কিনা সেটা বোঝার জন্য তিনি একটা ছেলেকে জিজ্ঞেস করলেন-আচ্ছা, তোমার পায়ে কী ?
ছাত্র : জুতো, স্যার ।
স্যার : জুতো কী থেকে তৈরি হয় ?
ছাত্র : চামড়া থেকে ।
স্যার : চামড়া কোথায় পাওয়া যায় ?
ছাত্র ; গরুর গা থেকে ।
খুশি হয়ে উঠলেন স্যার ছাত্রের জবাবে এবং প্রশ্ন করলেন-আচ্ছা এখন বল দেখি, কোন সে জীব, যে তোমাদের পায়ের জুতো যোগায় , আবার নানান খাবার জিনিসও সরবরাহ করে ?
ছাত্রের জবাব : আমার বাবা, স্যার ।
পূর্ববর্তী:
« গরুর মাংস
« গরুর মাংস
পরবর্তী:
গরুর রচনার সূত্র »
গরুর রচনার সূত্র »
Leave a Reply