এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এক ছবির প্রদর্শনীতে গেছে। প্রদর্শনীতে সব মহাপুরুষের ছবি টাঙানো ছিল। লোকটি ছেলেকে চিনিয়ে দিয়ে বলতে লাগল, ‘এই যে ইনি রবীন্দ্রনাথ, উনি নেতাজী, ইনি নেহেরু’ ইত্যাদি।
একটি ছবির কাছে এসে লোকটি ছেলেকে চেনাতে যাবে কিন্তু ছেলেটি বাধা দিয়ে বলল, বাবা একে আমি চিনি, এর নাম বেনকিংসলে !
ছবিটি ছিল মহাত্মা গান্ধীর।
পূর্ববর্তী:
« বেতো ঘোড়া
« বেতো ঘোড়া
পরবর্তী:
বেয়াই-বেয়াই »
বেয়াই-বেয়াই »
Leave a Reply