এক ভদ্রলোক তার বিপরীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে ভোটে দাঁড়ালেন। ভদ্রলোকটি ভোটে হারার পর তাঁকে প্রশ্ন করা হল, আচ্ছা দাদা, আপনি কত ভোট পেয়েছেন ? লোকটি উত্তর দিল- তিন শ এক ।
তা আপনি তো জানতেন যে কিছুতেই ওনার বিপরীতে জিততে পারবেন না, তাহলে দাঁড়ালেন কেন? লোকটি শান্ত গলায় উত্তর দিলেন- আমি ভোটে জিতবার জন্য তো দাঁড়াই নি, আমি শুধু দেখতে চেয়েছিলাম এই শহরে কত বোকা লোক আছে তার একটা হিসাব।
পূর্ববর্তী:
« বোকা প্রাণী
« বোকা প্রাণী
পরবর্তী:
বোকা-বুদ্ধু »
বোকা-বুদ্ধু »
Leave a Reply