এক তরুণ লজিক একদম বোঝে না। বোঝার জন্য লজিক ভালো বোঝে এমন একজনকে ধরল-
: লজিক তো খুবই সোজা! যেমন ধর তোমার বাসায় একটা এ্যাকুরিয়াম আছে তার মানে সেখানে পানি আছে আর পানির প্রসঙ্গ এলেই মন চলে যায় সমুদ্রে আর সমুদ্র মানেই হচ্ছে তোমার মধুচন্দ্রিমা, প্রেম, বিয়ে ইত্যাদি ইত্যাদি।
: বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না লজিক এখন আমার কাছে একদম পরিষ্কার। এবার তরুণ নিজেই আরেকজনকে লজিক বোঝাচ্ছে।
: লজিক হচ্ছে বুঝলি…. আচ্ছা তোর বাসায় এ্যাকুরিয়াম আছে?
: না
: ও হো তা হলে তো তুই “গে”….
পূর্ববর্তী:
« লক্ষ্য ও আদর্শ
« লক্ষ্য ও আদর্শ
পরবর্তী:
লজ্জা »
লজ্জা »
Leave a Reply