একটি ছেলে জুলজিতে অনার্স পাস করে দীর্ঘদিন বেকার বসে আছে। একদিন সে চিড়িয়ানার কর্তৃপক্ষকে ধরল একটা চাকুরি দেওয়ার জন্য। কর্তৃপক্ষ শেষ পর্যন্ত রাজি হলেন। চাকরিটা আর কিছুই নয়- চিড়িয়াখানার একটা বড় বাঘ মরে গেছে, তবে চামড়াটা গাড়ে পরে খাঁচার মধ্যে ঘোরাঘুরি করতে হবে। যাতে মনে হয় খাঁচায় একটা জ্যান্ত বাঘ রয়েছে। মাইনে মাসে হাজার টাকা। ছেলেটি রাজি হয়ে কাজে যোগ দিল। ছেলেটির খাঁচায় সাথেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝামাঝি ছিল একটা দরজা। ছেলেটি সব সময় ভয়ে সেই দরজা বন্ধ রাখত। একদিন লাফ ঝাপ করতে গিয়ে সেই দরজার উপর গিয়ে পড়ল এবং দরখাটা ক্যাচঁক্যাচ করে খুলে গেল। সামনেই পশুরাজ সিংহ- ছেলেটি আতঙ্কে কাঠ হয়ে হাত জোড় করে চোখ দুটো বন্ধ করে ফেলল। কিন্তু কয়েক মিনিট কেটে যাওয়ার পরও যখন পশুরাজ তাকে আক্রমণ করলনা, তখন ভয়ে-ভয়ে চোখ মেলে সে দেখতে পেল- সিংহ হাত জোড় করে চোখ বুজে আছে।
স্বস্তির নিশ্বাস ফেলে ছেলেটি বলল, ও তা হলে আপনিও জুলজিতে অনার্স।
পূর্ববর্তী:
« জুতো বনাম কোট
« জুতো বনাম কোট
পরবর্তী:
জেগে আছ? »
জেগে আছ? »
Leave a Reply