এক মৌলবী সাহেব সাধ্যমতো ধর্মকর্ম করতেন আর সময় পেলেই ওয়াজ করতেন। মৃত্যুর পর তিনি বেহেশতে ছোটখাটো একখানা বালাখানা পেলেন-আর অল্পকিছু দাস-দাসি। সেখানে সুখেই তার দিন কাটতে লাগল। একদিন মর্নিং ওয়াক সেরে পথে তিনি পাশের আলিশান বালাখানার মালিকের দেখা পেয়ে গেলেন। আরে, এ যে তাঁর দুনিয়ার প্রতিবেশী বাস-ড্রাইভার। লোকটা মদ খেত, বউ পেটাত, জুয়া খেলত। আর সেই কিনা বেহেশতে এ্যয়সা বালাখানা হাঁকিয়ে বসেআছে।
মৌলভী সাহেব একজন ফেরেশতার দেখা পেয়ে রহস্যটা কী জানতে চাইলেন। ফেরেশতা বলল, আপনার বালাখানা ছোট হওয়ার কারণ হল, আপনার ওয়াজ অধিকাংশ শ্রোতা মনে রাখে নি। দু-একজন মাত্র আল্লাহর নাম নিয়েছে- তারাও আবার বেশির ভাগ বুড়ো মানুষ। অন্যরা আপনার ওয়াজ শেষ হবার আগেই মাহফিলের মাঝখানে ঘুমিয়ে পড়েছে।
মৌলভী সাহেব বললেন, তা ওই ড্রাইভারটা কী করেছে শুনতে পারি কি!
ফেরেশতা বলল, সে যখন দু’ বোতল দেশী মদ টেনে বাস চালাত, তখন বাসের সকল যাত্রী তো বটেই, রাস্তার সব পথচারীও আল্লা! আল্লা! করত। তারই পুরষ্কার ওই বিশাল বালাখানা।
পূর্ববর্তী:
« রহস্য কি
« রহস্য কি
পরবর্তী:
রহস্যভেদ – আর্কাদি ইনিন »
রহস্যভেদ – আর্কাদি ইনিন »
Leave a Reply