প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশের ঝোপঝাড়ই তাঁদের সহায়। পুরুষেরা যেমন তেমন, কিন্তু নারীদের জন্য এটা লজ্জার ও অসম্মানজনক। ভারতের হরিয়ানায় বয়োজ্যেষ্ঠ নারীরা একাট্টা হয়েছেন। তাঁদের সাফ কথা, বরের বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা থাকা চাই। নয়তো মেয়েকে বিয়ে দেবেন না তাঁরা।
—সিএনএন
পূর্ববর্তী:
« স্বাস্থ্য
« স্বাস্থ্য
পরবর্তী:
স্বীকার করলেই… »
স্বীকার করলেই… »
Leave a Reply