মাটিতে পোঁতা পতাকাদণ্ডের উচ্চতা নির্ধারণ করতে বসেছে একদল শ্রমিক। তাদের কাছে রয়েছে শুধু গজফিতা, কিন্তু দণ্ডের আগায় কীভাবে ফিতাটি পৌঁছানো যেতে পারে, তারা বুঝতে পারছে না।
গণিতবিদ এলেন তাদের সাহায্যে। বললেন, জ্যামিতির সূত্র প্রয়োগ করে সহজেই এর উচ্চতা নির্ণয় করা যাবে। দণ্ডের ছায়া দেখে গণিতবিদ যখন সদৃশকোণী ত্রিভুজ গঠন করার চেষ্টা করছিলেন, তখন এলেন ইংরেজির শিক্ষক। সব শুনে মুচকি হেসে দণ্ডটি মাটি থেকে তুলে ভূমির ওপর শুইয়ে দিলেন শিক্ষক। এরপর গজফিতা দিয়ে মেপে বললেন, পুরোপুরি ১৫ গজ।
ভাব নিয়ে চলে যাচ্ছেন ইংরেজির শিক্ষক। পেছন থেকে উষ্মাভরে গণিতবিদ বললেন, ইংরেজির শিক্ষক, হুহ! আমরা বের করতে চাইছি উচ্চতা, আর উনি বের করলেন দৈর্ঘ্য।
পূর্ববর্তী:
« উচ্চতা কত
« উচ্চতা কত
পরবর্তী:
উচ্চতা মাত্র… »
উচ্চতা মাত্র… »
Leave a Reply