প্রেয়সীকে তুষ্ট করতেই হোক, আর আহ্লাদে গদগদ হয়েই হোক—কত মিষ্টি নামেই না প্রেয়সীকে ডাকা হয়! মুঠোফোনে তাই ‘জান’, ‘সোনা’ ইত্যাদি নামের বহর চোখে পড়ে। কিন্তু বিয়ের পর? উত্তরটা না হয় এ সৌদি দম্পতির কাহিনী থেকেই শুনুন। ভুল করে ফেলে যাওয়া স্বামীর মুঠোফোন ঘাঁটাঘাঁটি করতে গিয়ে কনটাক্ট লিস্টে চোখ আটকে যায় স্ত্রীর; নিজের নামের জায়গায় কুখ্যাত এক বন্দিশিবিরের নাম দেখে যারপরনাই আঁতকে ওঠেন তিনি। পরে শরণাপন্ন হন আদালতের; দীর্ঘ ১৭ বছরের সংসারজীবনের ইতি টানতে চান তিনি। কারণ স্বামী তাঁর নামের বদলে লিখে রেখেছেন ‘গুয়ানতানামো’।
সূত্র: অ্যানানোভা
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২৬, ২০০৯
Leave a Reply