টিভি আর পেপার খুললেই খবর মেলে অনেক অ্যাওয়ার্ড এবং এর নানা বাহারের। ‘দ্য স্টেলা অ্যাওয়ার্ড’ সেসবের তুলনায় অন্য ধাঁচের একটা পুরস্কার।আদালতে মজার বিষয় নিয়ে দায়ের করা মামলার ওপর দেওয়া হয় এই পুরস্কার। ওয়েবসাইট অবলম্বনে এ রকম মজার কয়েকটি মামলার বিস্তারিত জানাচ্ছেন মুনাস ইকবাল
রয় এল পিয়ারসন, বয়স ৫৭, ওয়াশিংটন ডিসিতে একটি আদালতের প্রশাসনিক কর্মকর্তা। তিনি ‘মম অ্যান্ড পপ’ নামের একটি ড্রাইক্লিনারে ধোয়ার জন্য কাপড় দিয়েছিলেন। পরে দেখা গেল, তাঁর এক জোড়া প্যান্ট পাওয়া যাচ্ছে না। আর এ দুঃখে তিনি ওই ড্রাইক্লিনারের বিরুদ্ধে মামলা করলেন এবং আদালতের সামনে আক্ষরিক অর্থেই কান্নাকাটি করে একাকার। অবশ্য চোখের জল বৃথা যায়নি। আস্থা ভঙ্গ ও তাঁর মনের শান্তি ভঙ্গের অপরাধে তিনি ওই এক জোড়া প্যান্টের জন্য ৬৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন। আদালতও তাঁর পক্ষে রায় দেন। এক জোড়া প্যান্ট হারিয়েই যদি এত মেলে, একটি কমপ্লিট স্যুট হারালে তো খবরই ছিল!
(মামলাটি ২০০৭ সালে পুরস্কারপ্রাপ্ত)
মারশি ম্যাকলার, একটি শপিং মল থেকে কেনাকাটা সেরে বের হয়েই পড়লেন বিপত্তিতে। আচমকা একটি কাঠবিড়ালি আক্রমণ করে বসল। ম্যাকলার ভয়ে অস্থির হয়ে পা সজোরে ঝাঁকি দিলেন এবং পেছন দিকে সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে চিতপটাং। পায়ে প্রচণ্ড ব্যথা পেলেন। ব্যস, অমনি ঠুকে দিলেন শপিং মলের বিরুদ্ধে মামলা। কারণ দেখানো হলো—মলের উচিত ছিল, তাঁকে সামনের গাছের কাঠবিড়ালি এবং সেগুলোর অশোভন আচরণ সম্পর্কে সাবধান করে দেওয়া। আর এর জন্য ম্যাকলার ক্ষতিপূরণ পেলেন ৫০ হাজার ডলার। বাহ! চোখ-কান খোলা রাখতে হবে, অন্যের বাড়িতে গিয়ে পিঁপড়ার কামড় খেলেও এ জন্য হাজার টাকার মামলা জেতা যেতে পারে।
(২০০৬ সালে পুরস্কারপ্রাপ্ত)
বব ডটারি থাকেন আমেরিকার লুইসভিলেতে। একদিন এক ডিপার্টমেন্ট স্টোরের টয়লেট ব্যবহার করতে গিয়ে আটকে গেলেন। কে একজন টয়লেটের প্যানে গ্লু (আঠা) লাগিয়ে রেখেছিল। যা-ই হোক, অনেক ঝক্কি-ঝামেলা করে মুক্ত হলেন। ডিপার্টমেন্ট স্টোরের মালিক দুঃখ প্রকাশ করলেন। বব বললেন, এটা তো আর স্টোরের দোষ নয়। তবু স্টোর কর্তৃপক্ষ তাঁকে দুই হাজার ডলার দিতে চায়। বব তখন রেগে ওই স্টোরের বিরুদ্ধে মামলা করেন এই মর্মে যে, ‘ওরা আমাকে যে টাকা অফার করেছে, তা খুবই অপমানজনক।’ এ অপমানের জন্য তিনি তিন মিলিয়ন ডলার দাবি করেন এবং মামলায় জিতেও যান। এই না হলে ভদ্রতার শাস্তি!
(২০০৫ সালে পুরস্কারপ্রাপ্ত)
বার্নার্ড লরেন্স তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ওভার ড্র করে ফেলেছেন। অর্থাত্ তাঁর যে পরিমাণ টাকা ছিল তার বেশি খরচ করে ফেলেছেন। নিয়মমাফিক ব্যাংক এর জন্য তাঁকে ফি চার্জ করে চিঠি পাঠায়। এ চিঠি পেয়ে লরেন্সের রাতের ঘুম নষ্ট হওয়া ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার জন্য ওই ব্যাংকের বিরুদ্ধে মামলা করেন। ব্যাংকের বিরুদ্ধে মামলা করে দুই মিলিয়ন ডলার পান তিনি। কী ভাই, বাঘের ওপর টাঘও আছে তাহলে!
(২০০৫ সালে পুরস্কারপ্রাপ্ত)
নিউইয়র্কের তানিসা টরেস ‘রেডিও সেক’ নামের মোবাইল কোম্পানির বিরুদ্ধে মামলা করেন তাঁর মোবাইল বিলে Crimedanch (তাঁর শহরের নাম) ভুল বানানে লেখার জন্য। তিনি বানান ঠিক করতে না বলে সরাসরি মামলা করে দিলেন কোম্পানির বিরুদ্ধে। কারণ হিসেবে তিনি বলেছেন, বানান ভুল দেখে তিনি খুবই বিব্রতবোধ করেছেন এবং তাঁর সম্মানহানিও করা হয়েছে বলে দাবি করেন। এর জন্য তিনি ক্ষতিপূরণ দাবি করেন। (২০০৪ সালে পুরস্কারপ্রাপ্ত)
পন পার্কিন, ওহিওর বিনোদন পার্ক প্যারামাউন্ট কিংস আইল্যান্ডের পার্কিং লটে গাড়ি পার্ক করছিলেন। এমন সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। ভাগ্যের এক নির্মম পরিহাস। প্রকৃতির ওপর কারও হাত নেই, তাই না? ‘না’, বললেন পার্কিনের উকিল। তিনি পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন ক্ষতিপূরণ দাবি করে। তাঁর মামলার যুক্তি হলো, পার্ক কর্তৃপক্ষের উচিত ছিল পার্কে আসা সবাইকে সাবধান করা, যাতে তাঁরা ঝড়ের সময় বাইরে অবস্থান না করেন। তাহলে রাস্তায় এ ঘটনা ঘটলে কি যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা হতো!
(২০০৩ সালে পুরস্কারপ্রাপ্ত)
যেভাবে ইতিহাসের শুরু
মেক্সিকো শহরের স্টেলা লেইবেকের একটি ঘটনা থেকে উদ্বুদ্ধ হয়েই দ্য স্টেলা অ্যাওয়ার্ডের যাত্রা শুরু ১৯৯২ সালে। তখন তাঁর বয়স ৮০ ছুঁই ছুঁই। তিনি নাতির গাড়িতে করে বেড়াতে বের হলেন। রাস্তায় তাঁর কফি খাওয়ার তৃষ্ণা পেল। নাতিকে বলতেই সে কাছের ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাল। কফি হাতে নিয়ে ঢাকনা খুলতেই ছলকে কফি ছিটকে পড়ল স্টেলার কোলে। চামড়া পুড়ে গেল (!!!) একটু। এরপর তো তুলকালাম কাণ্ড, মামলা-মোকদ্দমা—সে এক এলাহি কাণ্ড। পরে মেক্সিকোর আদালত ২ দশমিক ৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টকে। এর পর থেকেই এ রকম তিলকে তাল করার মতো ঘটনা ঘটানো এবং সেই তাল থেকে সুস্বাদু রস বের করতে পারার ঘটনাকে সম্মানিত করে রাখতে প্রতিবছর বিভিন্ন ব্যক্তি ও তাঁর ঘটনাকে ‘দ্য স্টেলা অ্যাওয়ার্ড’ মনোনয়ন দেওয়া হয় এবং তাঁদের মধ্যে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়।
তিলকে তাল করার মামলা পুরস্কার
দ্য স্টেলা অ্যাওয়ার্ড
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৯, ২০০৯
Leave a Reply