অংশগ্রহণ: পুরো গ্রহণ নয়। যেমন, কোনো সভায় গান গাওয়া হলো, কিন্তু পুরো শোনা (বা গ্রহণ) হয় না। কেউ মাঠে বক্তৃতা দিলেন, তিনিও সামান্য একটু গ্রহণ করলেন, কিন্তু কতটা গ্রহণ করলেন, তা জানা যায় না। এ পর্যন্ত কোনো অনুষ্ঠান পুরো গ্রহণ করেছেন, এমন ব্যক্তি পাওয়া যায়নি। এ নিয়ে জোর পুলিশি তদন্ত চলছে।
অকথ্য: যা বলা যায় না। যেমন, কানাকে কানা বা খোঁড়াকে খোঁড়া বলা যায় না।
অক্রীতদ্বার: যে দরজা কেনা হয়নি, চুরি করা দরজার ভদ্র রূপ।
অগ্নিকোণ: কোনো নির্দিষ্ট কোণ নয়, পৃথিবীর কাছে সবচেয়ে বড় অগ্নিগোলক সূর্য, যে বিভিন্ন অবস্থানে থাকে, তাকেই অগ্নিকোণ বলা যায়। সীমিত অর্থে গৃহস্থ বাড়ির রান্নাঘরের জ্বলন্ত উনুনের দিক।
অগ্রসর: (দুধের) সরের উপরিভাগ; সেরা সর। বাক্যগঠন—ভোজনবিলাসীদের অগ্রসর দেখলেই জিভ দিয়ে লালা ঝরে।
অচানক: চান না করার প্রবণতা। এটি ঠান্ডাপ্রধান দেশের বৈশিষ্ট্য।
অজ্ঞাতবাস: বাং অজ্ঞাত+ইং বাস (Bus)। যে বাসের পরিচয় পাওয়া যায়নি। বাক্যগঠন—জিব্রাম বলেছিল, একটি অজ্ঞাত বাস একটি লোককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে। শোনা যায়, মহাভারতের পাণ্ডবেরা বহুকাল অজ্ঞাত বাসে ভ্রমণ করেছিল।
অঞ্চলপ্রধান: যে শাড়ির (বা আজকাল ধুতির ক্ষেত্রেও) বাহারি আঁচল অনেকটা বেশি থাকে, তাকে বলে অঞ্চলপ্রধান।
অণুতপ্ত: সামান্য গরম। বাক্যগঠন—শীতকালে তার অভ্যাস ছিল অনুতপ্ত জলে চান করা।
অণুবাদক: যারা ছোট বাদ্যযন্ত্র বাজায় (মাউথ অরগ্যান ইত্যাদি), যেসব বাদকের বয়স কম (শিশুবাদক)।
অতিরিক্ত: যিনি অতিমাত্রায় দারিদ্র্যপীড়িত। বাক্যগঠন—বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক পুষ্টির অভাবে অসুস্থ।
অনাহার: হার হয়নি এমন, জিত। বাক্যগঠন—স্পোর্টসে চারটি বিভাগে প্রতিযোগিতার শেষে তিনি অনাহারি হওয়ায় চারটি পদক পেয়েছেন।
অন্তর্ধান: ধানের মধ্যে যা থাকে—চাল, তণ্ডুল। বাক্যগঠন—সুধীর যেভাবে বেছে বেছে অন্তর্ধান কেনে, তাতে মনে হয়, এ ব্যাপারে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে।
অন্তর্বাস: ইং-বাং যুক্ত শব্দ; বাস (Bus) এর ভেতর। বাক্যগঠন—কলকাতায় কিছু নতুন বাস এসেছে, সেগুলোর বাইরেও যেমন সুন্দর, অন্তর্বাস তেমনই।
অন্ধ-অনুকরণ: অন্ধ ব্যক্তির দেখাদেখি কাজ করা বা অনুসরণ করা, ব্রেইল অক্ষর ছাড়া কোনো কিছু না পড়া, কালো কাচের চশমা পরা, লাঠি নিয়ে চলা ইত্যাদি।
অপদস্থ: পা নেই যার, পদচ্যুত। যেমন কেঁচো। বাক্যগঠন—কাণ্ডটা দেখো, একজন অপদস্থ পা-হারাকে পাহারায় বসানো হয়েছে।
অবিচালিত: যে গোরু বা মোষকে বিচালি দেওয়া হয়নি।
অবেলা: যা বেলা হয়নি। যেমন, রুটি।
অভাবী: ১। যার দাদা স্ত্রীহীন ২। যার বউদি নেই। ৩। অভাব-এর স্ত্রীরূপ
অমৃত: যিনি জীবিত, যাঁর দেহ থেকে প্রাণ বহির্গমন করেনি। বাক্যগঠন—বসু মহাশয়ের অমৃতকালে তাঁর লেখা কাব্যগ্রন্থটির ১৬টি সংস্করণ প্রকাশিত হয়েছিল।
অশালীন: বিবাহিত অথচ শালি নেই এমন পুরুষ, প্রায় করুণার পাত্র।
অশ্রাব্য: যা শোনা যায় না এমন। উদাহরণ, ক্ষুদ্র কম্পনের ফলে যে আওয়াজ মনুষ্য কর্ণে অনুভূত হয় না। ইংরেজি Subsonic।
অসহযোগ: সহ্য করা যায় না এমন যোগ; ব্যাপকার্থে যে যোগ (অঙ্ক) করা বেশ কঠিন। বাক্যগঠন—আজকাল স্কুলে ছোটদের ক্লাসেও যে যোগ শেখানো হয়, তাকে অসহযোগ বলতেই হয়।
হিমানীশ গোস্বামী
সংগৃহীত
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৯, ২০০৯
Leave a Reply