এক অধ্যাপক অসুখ হলেই দেরি না করে ডাক্তার ডাকতেন। কারণ ডাক্তারকে তো খেয়ে পরে বাঁচতে হবে। রোগীরা না ডাকলে তো সে অনাহারে মারা যাবে। তারপর ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে আনতেন। কারন ফার্মেসিওয়ালাদেরও তো বাঁচতে হবে। কিন্তু ওই ওষুধ কখনো খেতেন না তিনি। কারন তাঁকেও তো বাঁচতে হবে।
পূর্ববর্তী:
« কারণ জানতাম
« কারণ জানতাম
পরবর্তী:
কারেন্ট আসা-যাওয়ার বিবর্তন »
কারেন্ট আসা-যাওয়ার বিবর্তন »
Leave a Reply