এক লেখকের বই হু-হু করে বিক্রি হতে লাগল। তিনি দু’হাতে লিখতে লাগলেন। তাতেও কুলাতে না পেরে শেষটায় ভাড়াটিয়া লেখকদের লেখাতে লাগলেন। ভূমিকাটা শুধু তিনি লিখে দেন। একবার তাঁর একটা নতুন বই প্রকাশিত হলে তিনি তাঁর ছেলেকে বললেন, তুমি কি আমার সর্বশেষ বইটি পড়েছে?
ছেলে বলল, আপনি নিজে কি ওই বইটি পড়েছেন, বাবা?
পূর্ববর্তী:
« ভাষারঙ্গ
« ভাষারঙ্গ
পরবর্তী:
ভায়াগ্রা ভায়োলেন্স »
ভায়াগ্রা ভায়োলেন্স »
Leave a Reply