: আপনার স্বামীর প্রিয় হবি কি?
: সত্যি বলতে কী আমার স্বামীর প্রিয় হবি নতুন-নতুন সুন্দরী মেয়ের পেছনে ছোটা।
: কী আশ্চর্য! তাতে আপনি নির্বিকার।
: এতে উত্তেজিত হবার কী আছে? মোটরগাড়ি দেখলেই তো কুকুর তার পেছনে ছোটা। কিন্তু কুকুর কি কখনো মোটরগাড়িকে ধরতে পারে?
পূর্ববর্তী:
« স্বামীর দায়িত্ব – য়্যু. লিখোলেতভ
« স্বামীর দায়িত্ব – য়্যু. লিখোলেতভ
পরবর্তী:
স্বার্থপর »
স্বার্থপর »
Leave a Reply