—আজই একটা পত্রিকায় কী পড়লাম জানো?
—কী?
—বিজ্ঞানীরা বলেছেন, বেশির ভাগ মানুষ দিনে গড়ে ১০ হাজার শব্দ বলে।
—লক্ষ্মীটি, তাতে তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি মোটেও সেই গড়পড়তাদের আওতায় পড় না। তুমি তাদের অনেক ওপরে।
পূর্ববর্তী:
« গ্ৰীষ্মে লেপ
« গ্ৰীষ্মে লেপ
পরবর্তী:
ঘটনা আরো সাংঘাতিক হতে পারত »
ঘটনা আরো সাংঘাতিক হতে পারত »
Leave a Reply