এক বিখ্যাত পাদরি বক্তব্য রাখছেন। এক ত্যাঁদড় দর্শক উঠে বলল, ‘আপনার বক্তৃতার প্রতিটি শব্দই একটি বই থেকে নেওয়া।’ পাদরি অপ্রস্তুত হয়ে বললেন, ‘কোন বই?’
—বইটা আমার বাসায় আছে।
—বইটি আমি দেখতে চাই।
—ঠিক আছে, আমি পাঠিয়ে দেব বিকেলে।
পাদরি বিকেলে যে বইটি পেলেন সেটি একটি ডিকশনারি।
পূর্ববর্তী:
« বক্তৃতা মঞ্চ না হয়ে ফাঁসির মঞ্চ
« বক্তৃতা মঞ্চ না হয়ে ফাঁসির মঞ্চ
পরবর্তী:
বক্সিং রিং »
বক্সিং রিং »
Leave a Reply