একবার এক রেস্তোরাঁয় সর্দারজি আর তাঁর এক বন্ধু কফি খেতে ঢুকেছেন। তাঁরা গল্প করতে করতে কফি খাচ্ছেন। হুট করে মূল্যতালিকার দিকে চোখ পড়তেই সর্দারজি তাঁর বন্ধুকে বললেন, ‘আরে ভাই, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কফি শেষ করো; নইলে এই এক কাপ কফির জন্য আবার দ্বিগুণ দাম গুনতে হবে।’ বন্ধুটি বলে বসলেন, ‘মগের মুল্লুক নাকি, এক কাপ কফি খেয়ে দুই কাপের দাম দেব!’ সর্দারজি বললেন, ‘আরে বোকা, বেশি বকবক না করে মূল্যতালিকার দিকে তাকাও। এক কাপ হট কফির দাম ১০ টাকা, আর কোল্ড কফির দাম ২০ টাকা। কফি ঠান্ডা হয়ে গেলে তো মহা ঝামেলায় পড়ব।’
পূর্ববর্তী:
« কপি রেখে ডিলিট
« কপি রেখে ডিলিট
পরবর্তী:
কবি কবিরাজ »
কবি কবিরাজ »
Leave a Reply