ভুল এবং মৃত্যু-শত্রু-মিত্র, নাগালের মধ্যে খড়খড়ি
উষ্ণ বিষে লোভ জমা খেরো খতিয়ান,
অধীর প্রভাত কিংবা বধির রজনী
এক লহমার স্থিতি। ঠান্ডা দুধ কেবা করে পান?
ভুল হর্ষে শত্রু কর্ষে মৃত্যু থাকে অখিল আড়ালে
মাটি পোড়া গন্ধসূত্রে মিত্রের সমান।
সত্য এবং জন্ম শাদাকালো, দূরত্বের আলো-যানে
মিশিতেছে কোষ-মহাদাগে ক্ষমা-ঘৃণা শূন্যের সমান
যখন যেমন নত আগুন-বরফ!
নিরর্থক বৃত্তের গহ্বর, মৌলরূপে জড় বোঝে গতি
একটি ভুলের সত্য কিংবা একটি মৃত্যুর জন্ম
পরস্পর চৈতন্যের খণ্ড পরিণতি।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৩, ২০১০
Leave a Reply