রহস্য-রোমাঞ্চ লেখক কাজী আনোয়ার হোসেন তখন সেন্ট গ্রেগরিজ স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র। বাংলা স্যার ‘নির্বোধ’ দিয়ে বাক্য রচনা লিখতে বললে তিনি লিখলেন—‘আমার বাবা একটি নির্বোধ।’
স্যার তো খাতা দেখে প্রথমে হেসেই খুন। এরপর জানতে চাইলেন, ‘নির্বোধ মানে জানো?’
সপ্রতিভ কাজী আনোয়ার হোসেন জবাব দিলেন, ‘নির্বোধ মানে বোকা।’
হাসি থামিয়ে স্যার একনজর দেখলেন ছাত্রকে। তারপর বললেন, ‘তাহলে লিখেছ যে? তোমার বাবা, ড. কাজী মোতাহার হোসেন কি বোকা?’
আগের মতোই সপ্রতিভ উত্তর কাজী আনোয়ার হোসেনের, ‘হ্যাঁ, আম্মু তো আব্বুকে রোজ তা-ই বলে।’
সংগ্রহে: রিসাদ মেলান
সূত্র: প্রথম আলো, অক্টোবর ০৫, ২০০৯
Leave a Reply