আমার পাঁচ বছরের ভাগ্নি তিথি ক্রমেই যেন ইঁচড়ে পাকা হয়ে উঠছে। আর হবে না-ই বা কেন? তার সখ্য বাড়ির কিশোরী বুয়ার সঙ্গে। আর কিশোরী বুয়ার কাজ হচ্ছে ফাঁক পেলেই টিভি চ্যানেলে প্রেমের যাবতীয় ‘হাম তোম’ মার্কা ছবি দেখা। যা-ই হোক, একদিন তাকে স্কুল থেকে আনতে গেলাম। তার টিচার আমাকে ডেকে বললেন, ‘সে সব দিক থেকেই চৌকস। শুধু একটা সমস্যা, সে অ্যাসেম্বলিতে জাতীয় সংগীত গাইতে চায় না, বাসায় নিয়ে বলে দেখবেন তো সমস্যাটা কোথায়।’ বাসায় এসে আমি তাকে চেপে ধরলাম। ‘কি, সমস্যা কী? তুমি স্কুলে জাতীয় সংগীত গাও না কেন?’ সে কিছু বলে না, মুখ গোঁজ করে থাকে। অনেক চাপাচাপি করে জানা গেল, যেহেতু জাতীয় সংগীতে ‘আমি তোমায় ভালেবাসি···’ কথাটা আছে, তাই তার বলতে লজ্জা লাগে!
শাহীন, পল্লবী, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৪, ২০০৯
Leave a Reply