কখন থেকে তোমার অপেক্ষায় আছি, তুমি এলে না। আমি বারবার তোমার পথে উঁকি মেরে দেখছি তোমায় দেখা যায় কি না, কিন্তু নাহ, তোমার কোনো নামগন্ধই নেই। অবশেষে সেই তুমি এলে, কিন্তু আমার জন্য এলে না। এলে ঠাসা যাত্রী নিয়ে!
রিপন শেখ, শিয়ালকোল, সিরাজগঞ্জ।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ৩১, ২০০৯
Leave a Reply