দুই বন্ধু ক্লাসের ফাঁকে ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর কথা বলছে-
১ম বন্ধুঃ চার মাস আগে আমার মা মারা যান এবং মৃত্যুর সময় তিনি আমার জন্য দুই লাখ টাকা রেখে যান।
২য় বন্ধুঃ খুবই খারাপ সংবাদ। আমি খুবই দুঃখিত।
১ম বন্ধুঃ এর পরের মাসে আমার বাবা মারা যান। মৃত্যুর সময় তিনিও রেখে যান তিন লাখ টাকা।
২য় বন্ধুঃ কী আশ্চর্য! পর পর দুই মাসে তুমি তোমার মা-বাবাকে হারিয়েছ! কীভাবে সহ্য করলে তুমি? আমি হলে তো শোকেই মারা যেতাম।
১ম বন্ধুঃ গত মাসে আমার সবচেয়ে প্রিয় খালা মারা গেছেন। তিনি আমার জন্য রেখে গেছেন পাঁচ লাখ টাকা।
২য় বন্ধুঃ ওহ! নাহ, আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। একটা লোক কীভাবে এতগুলো কাছের আত্মীয়ের মৃত্যু সহ্য করতে পারে! আমি এত শক্ত লোক খুব বেশি দেখিনি। তোমার নিশ্চয় এখন খুব একা একা লাগছে। খুব খারাপ লাগছে।
১ম বন্ধুঃ খুবই খারাপ লাগছে। এই মাসে এখনো কেউ মারা গেল না।
— তাওহিদ মিলটন, ওয়েবসাইট থেকে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ২৪, ২০০৯
Leave a Reply