হাইস্কুল মিউজিক্যালখ্যাত ভেনেসা রাগ করে একবার বাড়িছাড়া হয়েছিলেন। মা-বাবাকে ছেড়ে সারা দিনের বাসভ্রমণ শেষে তিনি উঠলেন নর্থ ডাকোটার এক কম দামি হোটেলে। উদ্দেশ্য পরদিন সকাল সকাল সেখানকার এক বন্ধুর বাসা খুঁজে বের করে কয়েক দিন আত্মগোপন করা। তাই হোটেল রিসেপশনে পই পই করে বলে রাখলেন, সকাল আটটার ভেতরই যাতে তাঁকে অবশ্যই ডেকে দেওয়া হয়। সৌভাগ্যবশত ফোন দেওয়ার আগেই সাড়ে সাতটায় ঘুম ভাঙল তাঁর। কিন্তু বিছানায় গড়াগড়ি খেতে খেতে তিনি দেখলেন, ঘড়ির কাঁটা সাড়ে আটটা পার হয়ে গেলেও হোটেল রিসেপশন থেকে তাঁকে কোনো ফোন দেওয়া হচ্ছে না। অবশেষে পৌনে নয়টায় যখন ফোন দিল তখন ভেনেসা বেশ ঝাঁঝের সঙ্গে বললেন, ‘এখন কয়টা বাজে? আমাকে তোমাদের ডেকে দেওয়ার কথা ছিল সকাল আটটায়। আজ সকালেই যদি আমার মিলিয়ন ডলারের একটা ডিল থাকত তাহলে নির্ঘাত তোমাদের গাফিলতিতে তা মিস করতাম।’
একটুও ঘাবড়ে না গিয়ে হোটেলবয় জবাব দিল, ‘আজ সকালে যদি তোমার মিলিয়ন ডলারের একটি ডিলই থাকত তাহলে তুমি এক সস্তা মার্কা হোটেলে উঠতে না। এতটুকু সেন্স আমাদের আছে।’
— রিসাদ মেলান, ওয়েবসাইট থেকে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ২৪, ২০০৯
Leave a Reply