তিনি সাঁতার জানেন না, কিন্তু অভিনয়-মডেলিংয়ের সাগরে সাঁতার কাটছেন বেশ সাফল্যের সঙ্গে অনেক দিন থেকে। এত কিছু করেও এবার এসেছেন তিনি আলোচনে। সঙ্গে ছিলেন জিনাত রিপা
কোনো চিন্তাভাবনা না করেই যদি আপনাকে বলতে বলা হয়, ও বন্ধু আমার বলুন। কাকে বলবেন?
— বালিশকে।
টিভি নাটকে যে হারে বিজ্ঞাপন দেখানো হয়, তাতে করে ভবিষ্যতে কেউ কি নাটক দেখবে বলে মনে করেন?
— তখন নাটকের জন্য আলাদা বিজ্ঞাপন তৈরি হবে। বিজ্ঞাপনসহ একটি নাটক দেখলে, বিজ্ঞাপন ছাড়া একটি নাটক একদম ফ্রি।
জন্মগ্রহণের পর শিশুরা এত কাঁদে কেন?
— দাঁত নেই, খাবে কী করে, সেই দুঃখে।
বাড়ছে জিনিসের দাম। বাজারে যাওয়াই দায়। মানুষ এখন করবেটা কী?
— ডায়েট কন্ট্রোল।
মানুষের মাথায় টাক পড়ে কেন?
— রেগেমেগে কিছু চুলের চুলোচুলি বেড়ে গেলে।
পাঁচ সন্তানের বাবা আর ৫০ লাখ টাকার মালিকের মধ্যে পার্থক্য কোথায়?
— ৫০ লাখ টাকার মালিক আরও চায়। কিন্তু পাঁচ সন্তানের বাবা আর চায় না।
সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূলমন্ত্র কী?
— আসি-যাই, মাইনে পাই। কাজ করলে ওভারটাইম চাই।
গরমকালের একটা বড় সুবিধা বলুন দেখি?
— শীত পড়ে না।
মশা আর মাছির মধ্যে বড় পার্থক্য কী?
— গসঢ়ক্ষৎময়স ধথষ ফলী, দৎয় ফলী ধথষষসয় দপ শসঢ়ক্ষৎময়স.
মোরগের লেজ দিয়ে কী করা যায়?
— ঈসধর-য়থমল চথড়য়ী.
ভালো সেলসম্যান কারা?
— যারা ফটোকপির দোকানে গিয়ে কার্বন পেপার বিক্রি করে আসতে পারে।
অষয় যদি বড় হয়, তো কী হয়?
— এমথষয়.
আপনার প্রিয়জন আপনার কাছে গান শুনতে চাইলে আপনি কী করবেন?
— সিডি প্লেয়ার বাজিয়ে দেব।
আপনি জানেন কি?
— মীম সাঁতার কাটতে পারেন না। ছোটবেলায় বাবা বড়
ফোলানো লাইফ হুইল কিনে আনতেন তাঁর সাঁতারের জন্য।
কিন্তু মীম মাঝরাতে সুঁই ফুটিয়ে সেগুলো চুপসে দিতেন। কারণ পানি ভীষণ ভয় পেতেন তিনি।
— নিজের চুল নিজে টানার অদ্ভুত এক বদ-অভ্যাস আছে তাঁর। ছোটবেলা থেকেই মায়ের কাছে এ জন্য কম পিটুনি খাননি তিনি।
— কারও সঙ্গে ঝগড়া করতে পারেন না তিনি। ঝগড়া করতে গেলে নাকি তাঁর কথা পেঁচিয়ে যায়।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ২৪, ২০০৯
Leave a Reply