মম অর্থ নিজের হলেও তারকা হয়ে এখন তিনি সবার হয়েছেন নিজ অভিনয়গুণে। আলোচনায় এসেছেন এবার তিনি। সঙ্গে ছিলেন জিনাত রিপা
আপনার নাম তো মম। কেউ কী আপনাকে কখনো আম্মা বলে ডেকেছে?
— ভিক্ষুকেরা তো অহরহই ডাকে।
দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না কেন?
— ডেন্টিস্টদের ব্যাংক ব্যালান্স বাড়িয়ে দেওয়ার জন্য।
লাইট, ক্যামেরা, অ্যাকশন! অতঃপর?
— নায়কের লাথি গায়ে পড়ার আগেই গুন্ডারা চতুর্দিকে ছিটিয়ে পড়ল।
রুমাল দিলে ঝগড়া হয়, চিঠি দিলে বন্ধু হয়, আর···
— তেল দিলে হয় না, হেন কাজ নেই।
আমি দেখি-আই সি, তুমি দেখ-ইউ সি···
— ঢেউটিনও চুরি হয়-ছিঃ ছিঃ!
রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে কী সমস্যা?
— সমস্যা তো প্রচুর! উদ্ধার, শনাক্তকরণ,
দাফন-কাফন কত কী!
আমরা কেন শুধু নেতাদেরই ভোট দিই?
— নির্বাচনে তো কেবল তাঁরাই দাঁড়ান।
হাতপাখার বাতাসে প্রাণ জুড়ালেও ফ্যানের বাতাসে জুড়ায় না কেন?
— ইলেকট্রিসিটির দরকার হয় তো তাই। এখন তো দিনের বেশির ভাগ সময় তারা বিশ্রামেই থাকে।
আজকের যুগে বিশ্বাসের অপর নাম কী?
— হাওয়াই মিঠাই।
ছেলেরাই কেন আগে প্রেমের প্রস্তাব দেয়?
— মেয়েরা প্রস্তাব পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বলে।
মিটিং, মিছিল, শোভাযাত্রায় মানুষ এখন আগের চেয়ে কম দেখা যায় কেন?
— আগের তুলনায় দেশে বসে থাকার লোক কমে গেছে বলে।
আয় বুঝে ব্যয় করতে হয়। কিন্তু···
— প্রেম কি আর বয়স বুঝে হয়?
ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায়?
— এত বড় খাট-পালঙ্ক কোথায় পাবে, বলুন?
দাড়ি-গোঁফের আগেই সাধারণত চুল পেকে যায় কেন?
— বয়সে মুরব্বি বলে।
কী থাকলে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারতেন না বলে মনে হয় আপনার?
— এফডিসির কামান-বন্দুকগুলো।
আপনি জানেন কি?
— মমর ফেইসবুকে নিজস্ব কোনো আইডি নেই।
— ঘুমানোর আগে এক গ্লাস গরম খাঁটি গরুর দুধ না হলে চলে না। এ জন্য প্রায়ই তাঁর মা বাড়িতে গরু পালার কথা ভাবেন।
— নিতান্তই বড়সড় অনুষ্ঠান না হলে, চেয়ারে পা তুলে খেতে স্বচ্ছন্দ বোধ করেন তিনি।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৭, ২০০৯
Leave a Reply