-জানিস বল্টু, আমি কাল ভূত দেখেছি।
-কখন?
-রাতে। যখন আমি পড়তে বসে ঘুমিয়ে পড়েছিলাম তখন।
-ভূতটা দেখতে কেমন?
-আলকাতরার মতো কালো কুচকুচে দেহ, সিলিন্ডার আকৃতির ভুঁড়ি, হাতির মতো কান, লাল লাল চোখ এবং চেঙ্গিস খানের মতো ইয়া বড় গোঁফ।
-ভূতটা তোকে কী বলল?
-কিছু বলেনি। শুধু আমাকে কান ধরে ঘুম থেকে জাগিয়ে দিয়েছিল।
-তুই কী করলি?
-উঠে দাঁড়ালাম।
-তারপর?
-তারপর বললাম, ‘বাবা, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও।’
সু্নিতা সুমাইয়া
গুরুদাসপুর, নাটোর
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১০, ২০০৯
Leave a Reply