ছেলেঃ আচ্ছা আব্বা, বেকুব কাকে বলে?
সর্দারঃ বেকুব হচ্ছে সেই ব্যক্তি, যার কাছে কেউ কিছু বুঝতে চাইলে সে এত সুকঠিন এবং দীর্ঘভাবে জিনিসটা বোঝাতে যায়, যাতে যে বুঝতে এসেছে সে কিছুই বুঝতে পারে না। বুঝতে পেরেছ বিষয়টি?
ছেলেঃ না।
পূর্ববর্তী:
« বেকুব আর আহাম্মক
« বেকুব আর আহাম্মক
পরবর্তী:
বেকুব কে »
বেকুব কে »
Leave a Reply