দাঁত দেখিয়ে শুধু হাসতেই জানেন না তিনি। জানেন দাঁত তুলতেও। পরীক্ষা দিয়ে দাঁত তোলার সনদ পেয়ে তাই যারপরনাই খুশি তিনি। হাসতে হাসতেই এলেন আলোচনে। সঙ্গে ছিলেন জিনাত রিপা
আমারও আছে, আপনারও আছে। সবার থাকে। কিন্তু আমরা নিজেরা ব্যবহার করি না। কী বলুন দেখি?
— নাম কিংবা বদনাম।
বিয়ের দিন মেয়েরা কাঁদে। ছেলেরা কাঁদে না কেন?
— ওই দিন আসলে প্রশিক্ষণের প্রথম দিন। প্রথম দিনের প্রশিক্ষণে ছেলেটি শেখে কী করে কাঁদতে হয়।
আপনার মতে, একটি ছেলের কাকে বিয়ে করা উচিত?
— সিনেমার ভিলেনকে। তার আগে থেকেই মার খাওয়ার অভ্যাস থাকে তো! এটা একটা সুবিধা।
বেশির ভাগ শিক্ষার্থী ছাত্রজীবনে কী ভেবে দুঃখ পায়?
— নিউটনের মাথায় আপেল না পড়ে বোমা পড়ল না কেন!
আমাদের দেশে বিদ্যুৎ অভিযোগকেন্দ্রগুলোয় কারা কাজ করে বলতে পারেন?
— নিঃসন্দেহে তারাই, যারা কানে শোনে না।
গোয়ালারা খাঁটি দুধে কী পরিমাণ পানি মেশায় বলে আপনার ধারণা?
— যতটুকু মেশালে শেষ পর্যন্ত তা সাদা দেখায়।
‘ভাইয়েরা আমার’ বললেও, ‘বোনেরা আমার’ বলা হয় না কেন?
— ছিঃ! সবাই কি আর বোন হয়?
দুই আর দুই পাঁচ হয় কখন?
— হিসাবটা যখন সরকারি অফিসে করা হয়।
গায়ের জোরে সব হওয়া গেলেও কী হওয়া যায় না?
— ছেলে হলে মেয়ে আর মেয়ে হলে ছেলে হওয়া যায় না।
কেউ একজন আপনাকে এসে বলল, ‘আই লাভ ইউ’, আপনি কী বলবেন?
— অবশেষে ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। এখন দাঁত তোলার লাইসেন্স আমি পেয়ে গেছি কিন্তু!
সুশিক্ষা মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায়। আর কুশিক্ষা নেয়···
— খারাপ রাজনীতির ময়দানে।
ব্যাংকে রাখলে টাকা বাড়ে। আমার বুদ্ধিটা কোথায় রাখব, একটা পরামর্শ দিন না!
— আগে তো সেটা হোক।
আপনার প্রেমিকপুরুষ আপনাকে ছেড়ে যেতে পারবেন না-এর পক্ষে একটা যুক্তি দেখান।
— কারণ, আমি বাঁধন।
ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দেয় না কেন?
— যুবসমাজের চারিত্রিক অবক্ষয় কে-ই বা চায়, বলুন?
আপনার আর আমার মধ্যে পার্থক্য কোথায়?
— আমি Beautiful আর আপনি Great Fool !
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ০৩
Leave a Reply