মহাত্মা গান্ধী একদিন চলতে শুরু করা একটি ট্রেনে ওঠার সময় হঠাৎ তাঁর এক পাটি চটি পড়ে গেল রেললাইনের ওপর। ততক্ষণে গতি বেড়ে গেছে ট্রেনের। ট্রেন থেকে নেমে গিয়ে ওই চটি আনা আর সম্ভব নয়। এ সময় গান্ধীর সহযাত্রীরা অবাক হয়ে দেখেন, নেতা তাঁর অন্য চটিটাও পা থেকে খুলে ছুড়ে দিলেন বাইরে। আর তা পড়ল গিয়ে আগের চটিটির কাছে। সহযাত্রীদের কৌতূহল মেটাতে গিয়ে গান্ধী বলেন, ‘কোনো গরিব লোক নিশ্চয়ই চটি জোড়া কুড়িয়ে নেবে। তখন এটি তাঁর পাদুকা হিসেবে কাজে লাগবে। এক পাটি চটি তো আর কোনো কাজে লাগত না।’
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৩, ২০০৯
Leave a Reply