খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আলফ্রেড হিচকক একবার পরিচিত এক ব্যক্তির দাওয়াত পেয়ে রাতের ভোজে যোগ দিলেন। সেখানে অনেক খাবারই ছিল। কিন্তু যে খাবারটি হিচককের সবচেয়ে প্রিয়, তা পরিমাণে খুব কম ছিল। কাজেই মনের ভেতর অতৃপ্তি নিয়ে খাওয়া শেষ করেন তিনি। বিদায় নেওয়ার সময় আয়োজক তাঁকে সৌজন্য দেখিয়ে বলেন, ‘আশা করি, শিগগিরই আবার আপনি আমাদের সঙ্গে খাবেন।’ হিচকক রসিকতা করে ওই খাবারের কথা উল্লেখ করে বলেন, ‘ওই খাবার থাকলে এখনই আবার খাওয়া শুরু করতে কোনো অসুবিধা নেই।’
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৩, ২০০৯
Leave a Reply