আষাঢ়ের গল্পের মতো কিছু আজব গল্প আমাদের জাতীয় জীবনে মিশে আছে। এ গল্পগুলো এত বেশি ব্যবহৃত হচ্ছে যে এগুলো এখন আষাঢ় ছাড়িয়ে বারোমাসি গল্পে পরিণত হয়ে গেছে। সে রকম কিছু গল্প শোনাচ্ছেন শাত শামীম
তদন্ত কমিটি
যেকোনো বড় ঘটনার পরই গঠন করা হয় তদন্ত কমিটি। এবং বলা হয়, এক-দুই সপ্তাহের মধ্যেই তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে এবং প্রতিবেদন অনুযায়ী দোষীদের যত দ্রুত সম্ভব শাস্তি দেওয়া হবে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে আর বেশি কিছু বলা যাচ্ছে না, তবে তদন্ত সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে! তদন্তের পর দোষী যে দলেরই হোক না কেন; শাস্তি দেওয়া হবে।
ক্রসফায়ার
কুখ্যাত সন্ত্রাসী আয়না মজিদ ধরা পড়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় র্যাব বাহিনী। সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা আক্রমণ করে র্যাবকে। শুরু হয় বন্দুকযুদ্ধ। একপর্যায়ে ক্রসফায়ারে নিহত হয় আয়না মজিদ। ভোরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থলে তিনটি গুলিসহ অস্ত্র পাওয়া যায়!
সন্ত্রাসীদের কোনো দল নেই
যেকোনো দলই ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বলে, সন্ত্রাসীদের কোনো দল নেই। সে যে দলেরই হোক, শাস্তি দেওয়া হবে। আমরা অতীতেও সন্ত্রাসীদের ছাড় দিইনি। নিজ দলের কেউ যদি দোষী চিহ্নিত হয়, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হবে-এই আমাদের ওয়াদা!
হরতালে বিটিভির সংবাদ
আজ সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের সব কটি বড় শহরের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। অফিস-আদালতসহ স্কুল-কলেজে উপস্থিতি ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাস ও ট্রেন ছেড়ে গেছে যথাসময়ে। ঢাকাসহ বড় কোনো শহরেই কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানী ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
সংসদে যেতে চাই
বিরোধী দল মুখে মুখে সব সময়ই সংসদে যেতে চায়। টেলিভিশনের ক্যামেরার সামনে বলে, ‘আমরা অবশ্যই সংসদে যেতে চাই। জনগণের হয়ে কথা বলতে চাই। দেশ গড়ার কাজে সরকারের সঙ্গে সঙ্গে আমরাও অংশগ্রহণ করতে চাই। কিন্তু সরকারই চায় না আমরা সংসদে যাই, জনগণের জন্য কথা বলি!’
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৩, ২০০৯
Leave a Reply