দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর শুনে এক বৃদ্ধ শিখ মেজর জিজ্ঞেস করলেন,‘কে কার বিরুদ্ধে লরছে?
‘ইংরেজ- ফরাসী জর্মনির বিরুদ্ধে।’
সরদার্জি আফসোস করে বললেন, ‘ফরাসী হারলে দুনিয়া থেকে সৌন্দর্যের চর্চা উঠে যাবে আর জর্মানি হারলেও বুরী বাৎ, কারণ জ্ঞান-বিজ্ঞান কলকৌশল মারা যাবে।’ কিন্তু ইংরেজের হারা সম্বন্ধে সর্দাজী চুপ।
‘ আর যদি ইংরেজ হারে?’
সর্দারজি দাড়িতে হাত বুলাতে বুলাতে বললেন, ‘ তবে দুনিয়া থেকে বেঈমানি লোপ পেয়ে যাবে।’
পূর্ববর্তী:
« যথেষ্ঠ
« যথেষ্ঠ
পরবর্তী:
যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায় »
যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায় »
Leave a Reply