টাইটানিক ডুবছে, চারিদিকে হুড়োহুড়ি, কেউ “বাঁচাও, বাঁচাও” বলে চিৎকার করছে, কেউবা স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, আবার কেউ বাঁচার অবলম্বনের খোঁজে দৌঁড়-ঝাঁপে আর ছোটা-ছুটিতে ব্যাস্ত। এমন বিপদসঙ্কুল মুহূর্তে এক ইতালীয় ভদ্রলোক তার পাশেই নির্বিকার দাঁড়ানো সর্দারজির কাছে একটু তথ্য চেয়ে সহায়তা প্রার্থনা করলেন।
: এখান থেকে ভূমি কতো দূরে?
: দুই মাইল
: মাত্র দুই মাইল, তাহলে গাধাগুলো এমন চিল্লাচ্ছে ক্যান? আমার তো এর থেকে অনেক বেশি সাঁতারের অভিজ্ঞতা আছে।
ভদ্রলোক আর বেশি অপেক্ষা করাটাকে কোনোমতেই সমীচীন মনে করলেন না। ঝাঁপ দিলেন অন্ধকার দরিয়ায়।
একটু পরেই জাহাজের কাছটাতে এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা সর্দারজি, বলুনতো কোনদিকে দুইমাইল?
সর্দারজি অবলীলায় বলে দিলো, নিচের দিকে।
Leave a Reply