ক্লিনিকে
ক্লিনিকের ওয়েটিং রুমে দুই সর্দার বসে আছেন। একজন আর্তনাদ করে করে পুরো ক্লিনিক একাকার করে ফেলছেন। রহস্য উদ্ঘাটনের জন্য দ্বিতীয় সর্দার জিজ্ঞেস করলেন,
: সর্দার আপনি কাঁদছেন কেনো?
: আমি এখানে রক্ত পরিক্ষার জন্য এসেছিলাম।
: তো, আপনি কী ভয় পেয়েছেন?
: না তা নয়, রক্ত পরিক্ষার সময় ওরা আমার আঙ্গুল কেটে দিলো তো, এজন্য।
এ কথা শুনে দ্বিতীয় সর্দার ভীষণ মুষড়ে পড়লেন, তিনি আরও ভয়ংকরভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন। প্রথম সর্দার ভ্যাবাচ্যাকা খেয়ে বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন,
: আপনি হঠাৎ কাঁদছেন কেনো?
: আরে বোকা আমি যে আমার প্রস্রাব পরীক্ষা করাতে এসেছি।
Leave a Reply