তিন সরদার বনভোজনে গেছে। বনভোজনের স্পটে গিয়ে দেখে তারা কোনো ড্রিংক্স আনেনি। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ সরদারকে পাঠানো হলো বাড়ি থেকে ড্রিংক্স আনতে আর না আনা পর্যন্ত অন্যরা কিছুই মুখে দেবে না।
এক ঘন্টা গেল।
দু’ঘন্টা পার হলো।
পাঁচ ঘন্টা কেটে গেলো।
এখনো ড্রিংক্স না এসেছে দেখে অন্য দু’জনে সিদ্ধান্ত নিল তারা খাওয়া শুরু করে দেবে।
এমন সময় হঠাৎ করে পেছন থেকে সেই সরদার বেড়িয়ে এসে বলল “তোমরা যদি এখন খাও, তাহলে আমি কিন্তু যাব না। তোমরা কিন্তু কথা দিয়েছিলে।”
পূর্ববর্তী:
« আমি কি কখনো হাঁড়ি চাই
« আমি কি কখনো হাঁড়ি চাই
পরবর্তী:
আমি কেন unallow হলাম »
আমি কেন unallow হলাম »
Leave a Reply