পাঞ্জাব শহরে এক ট্রেন দুর্ঘটনা ঘটে গেল। ট্রেনের অপেক্ষায় দাড়িয়ে থাকা প্রায় জন পঞ্চাশেক মানুষ চাপা পড়ল ট্রেনের নিচে। রক্তারক্তি অবস্থা! একজন সাংবাদিক সাথে সাথে চলে গেলেন রিপোর্ট করতে! গিয়ে দেখলেন অবাক কান্ড! একজন সর্দারজী বাদে বাকী সবাই চাপা পড়েছে, সর্দারজি পুরোপুরি অক্ষত! সাংবাদিক খুশী হলেন, অন্তুত দুর্ঘটনার কারণ জানা যাবে!
সাংবাদিক: সর্দারজী, কিভাবে ঘটল ঘটনাটা?
সর্দারজী: আর বলবেন না, সবাই দাড়িয়েছিল প্লাটফর্মে, যে ট্রেনের নিচে চাপা পড়ল, তার অপেক্ষা করছিল।
সাংবাদিক: তারপর?
সর্দারজী: হঠাৎ মাইকে ঘোষনা হল – “দিল্লীগামী ট্রেনটি এখনি পাচ নম্বর প্লাটফর্মে এসে দাড়াবে” আর তাতেই সবাই হুড়মুড় করে প্লাটফর্ম থেকে লাইনে নেমে দাড়ালো!
সাংবাদিক: বাহ! আপনি তো খুব বুদ্ধিমান! সবাই নেমে গেল কিন্তু আপনি সঠিক বুঝে দাড়িয়ে থাকলেন!
সর্দারজী: দূর বোকা! আমি তো এসেছিলাম ট্রেনের নিচে ঝাপ দিতে, কিন্তু কিন্তু মাইকে যখন বলল তখন লাইন থেকে উঠে প্লাটফর্মে দাড়ালাম, কিন্তু মড়ার ট্রেনটা প্লাটফর্মে না এসে লাইনে চলে এল!
Leave a Reply