বাড়ির কর্ত্রী ছোকরা চাকরকে ডেকে ডেকে সারা হয়ে শেষ পর্যন্ত কানটা ধরে নিয়ে এলেন।
কর্ত্রীঃ ‘মুখে কথা নেই কেন? আমি এদিকে ডেকে ডেকে হয়রান!’ তবু ছোকরা চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কিছু বলে না। রাগে কর্ত্রী কয়েক ঘা বসিয়ে দিলেন এবং আশা ছেড়ে বসে পড়লেন। তাঁর দুরবস্থা দেখে প্রতিবেশী গৃহিণী এগিয়ে এলেন।
প্রতিবেশী গৃহিণীঃ কথার জবাব দাও না কেন? তাহলে তো এত হাঙ্গামা হয় না।
এবার চাকর ছোকরা কাঁদো কাঁদো হয়ে মুখ খুলল, ‘কেমনে দিমু, মুহে মুহে জবাব দেওন যে বিবি সাহেব মানা কইরা দিছেন।’
খাদিজাতুল কোবরা
নিজামপুর কলেজ, মিরসরাই, চট্টগ্রাম।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১০, ২০০৯
Leave a Reply