খ্যাতনামা বিজ্ঞানী আইজাক নিউটন একবার এক বন্ধুকে রাতের ভোজে দাওয়াত করলেন। যথাসময়ে বন্ধুটি গিয়ে দেখেন, অঙ্কের এক জটিল সমস্যা সমাধানে মগ্ন নিউটন। তাঁকে বিরক্ত না করে বসে রইলেন তিনি। শুরু হলো তাঁর অপেক্ষার পালা। অনেকক্ষণ পর বাড়ির চাকর খাবার নিয়ে এল। তবে শুধু একজনের। বন্ধুকে দাওয়াত করার কথা ভুলে গিয়েছিলেন নিউটন, কাজেই চাকরকে বাড়তি খাবার দেওয়ার কথা বলা হয়নি। বন্ধুটি ভাবলেন, এ খাবার তাঁর জন্যই আনা হয়েছে। চুপচাপ খাবার খেয়ে ফেললেন তিনি। খানিক পর অঙ্কের সমাধান করে অন্যদিকে তাকানোর ফুরসত হলো নিউটনের। বন্ধুর দিকে চোখ পড়তেই খুব অবাক হলেন তিনি। তারপর আরও অবাক হলেন খাবারহীন থালা দেখে। এবার তিনি বন্ধুকে বললেন, ‘ভাগ্যিস তুমি এসেছ! নইলে তো বুঝতেই পারতাম না যে আমি এখনো খাইনি।’
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৬, ২০০৯
Leave a Reply