একদিন শ্রেণীকক্ষে শিক্ষক ছাত্রদের বললেন, ‘বিষে বিষে বিষক্ষয়’ কথাটি ব্যাখ্যা করো। সবাই ঠিকমতো পারলেও এক ছাত্র গড়বড় করে ফেলল। মূল কারণ হচ্ছে, ‘ষ’-এর জায়গায় সে ‘শ’ বুঝল। তাতে সে যেভাবে ব্যাখ্যা করল তা হুবহু তুলে ধরছি-
২০-এ ২০-এ হয় ৪০
কাজেই ৪০-এর মধ্যে তো আর ২০ নেই। দুটো ২০-এ ২০ ক্ষয় হয়ে গেছে; হয়েছে ৪০।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৬, ২০০৯
Leave a Reply