পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে স্ত্রী বলছেনঃ আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। খুব ক্লান্ত! এভাবে দুই ঘণ্টা হাঁটছি!
-আরেকটু সহ্য করো, বউ। একটু পরেই উতরাই।
-আর পারি না! হ্যাভারস্যাকটা কাঁধে চেপে বসেছে···
-কিন্তু আমি কী করতে পারি, বউ?
-তুমি হ্যাভারস্যাকের ভেতর থেকে নেমে এবার একটু হাঁটতে তো পারো···
পূর্ববর্তী:
« হ্যাপি নিউ ইয়ার! – আহসান হাবীব
« হ্যাপি নিউ ইয়ার! – আহসান হাবীব
পরবর্তী:
হ্যামিলিনের মেলামিনওয়ালা »
হ্যামিলিনের মেলামিনওয়ালা »
Leave a Reply