আর জে নওশীন। রেডিও জকি মানে আর জে তিনি। শুকনো কথায়ও যে চিঁড়া ভেজে, এর প্রমাণ অহরহ মেলে তাঁর করা শোগুলোয়। মন্ত্রমুগ্ধের মতো কথা শুনতে বসেন শ্রোতা কিংবা দর্শক। এবার তিনি শুকনো কথায় চিঁড়া না ভিজিয়ে রসের হাঁড়ি নিয়ে এসেছেন আলোচনে। সঙ্গে ছিলেন জিনাত রিপা।
প্রথমে ছিলেন আরজে (রেডিও জকি)। এখন আবার সঙ্গে যুক্ত হয়েছে ভিজে (ভিজ্যুয়াল জকি) উপাধি। আরজ্রেথেকে হঠাৎ ভিজে হলেন কেন?
— সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকেই আমি খুব চুপচাপ স্বভাবের মেয়ে। সাত চড়েও রা নেই টাইপ আর কি। আমার খুব কাছের লোকেরাই কেবল জানত যে আমি আসলে ভেতরে ভেতরে দারুণ দুষ্টু একটা মেয়ে। বন্ধুরা তো আমার নামই দিয়ে দিয়েছিল ‘ভিজে বিড়াল’! কত দিন আর নিজেকে নামের আড়ালে রাখব-বলুন? এ ছাড়া বৃষ্টিতে ভিজতে আমার দারুণ লাগে। তাই ভাবলাম, কথার রসে ভিজে দেখি, কেমন লাগে!
ভাবতে ভালো লাগে···
— আমাকে উটের জকি হতে হয়নি।
সুন্দর-সাবলীল কথা বলার জন্য মূলত কী দরকার? বুদ্ধি, বাচনভঙ্গি, নাকি নিখুঁত উচ্চারণ?
— একটি কর্মক্ষম জিহ্বা।
কথা বলার সবচেয়ে কার্যকর মাধ্যম কোনটি? রেডিও, না টেলিভিশন?
— টেলিফোন।
আপনার প্রিয় বই কোনটি?
— ডিকশনারী, কত কিছু জানা যায় বলুন!
ডিকশনারীর সবই বুঝি ভালো! কোনো খারাপ দিক নেই?
— আছে তো! ডিকশনারী আছে; কিন্তু দেখুন, ডিকশপুরুষ নেই-আহা রে!
নারী-পুরুষ ভেদাভেদ ভুলে আমরা কবে স্বনির্ভর হতে পারব বলতে পারেন?
— শনির ভর দূর হলেই পারব-আশা করি।
শনির ভর দূর হবে কবে?
— দূর, এত প্যাঁচান ক্যান!
আচ্ছা, বাদ দিন। এ বছরের বাজেট পেশ হলো। বাজেটের একটি ভালো দিক বলুন।
— বিগত বছরগুলোর মতো এবারও কথার ওপর কোনো ট্যাক্স নেই-টক শোগুলো ভাতে মরবে না। বাঁচবে এফএম রেডিওগুলোও। (নিজের ঢোল আর ক্যামনে পিটাই?)।
বাজেট পেশ হলে জনগণের সবচেয়ে বড় উপকার হয় কোনটি?
— টাকা এত দ্রুত ফুরিয়ে যায় যে টাকা খরচ নিয়ে আলাদা করে আর টেনশন করতে হয় না।
অর্থমন্ত্রীর প্রধান অবদান থাকে কোন খাতে?
— দ্রব্যমূল্য বৃদ্ধিতে।
সময় এক ঘণ্টা এগোনোর ফল কী দাঁড়িয়েছে?
— চিরন্তন একটি সত্যের ব্যত্যয় ঘটেছে। ২৪ ঘণ্টায় এক দিন হলেও ১৯ জুন সময় এগিয়ে দেওয়ার কারণে দিনটি ছিল মূলত ২৩ ঘণ্টার।
এমন কোনো ব্যাপার আছে, যা আপনার কাছে অসামঞ্জস্য ঠেকে?
— ফুলে কাঁটা থাকে-ভালো কথা। ঘড়ি তো আর ফুল নয়, তবে কাঁটা আছে কী জন্য!
যাওয়ার সময় হলো-কটা বাজে একটু বলবেন?
— কোন সময়টা বলব, ডিজিটাল, না অ্যানালগ?
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৯, ২০০৯
Leave a Reply