এক ভদ্রলোক বাড়ির বাইরে একটি সাইনবোর্ড ঝুলিয়েছেন। সেখানে লেখা, ‘কথা বলা কুকুর বিক্রি হবে।’
সাইনবোর্ড দেখে উৎসুক এক পথচারী কুকুরটির কাছে জানাতে চাইলেন, ‘তা তুমি জীবনে কী করেছ?’
জবাবে কুকুর বলল, ‘দুর্দান্ত সময় কাটিয়েছি আমি। থাকতাম আলপ্স পর্বতে। হিমবাহ ধসে আটকে পড়া কত মানুষকে উদ্ধার করেছি এর ইয়ত্তা নেই। ইরাকে দেশের হয়ে কাজ করেছি। আর এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত।’
বিনয়ে অভিভূত পথচারী কুকুরের মালিককে জিজ্ঞেস করলেন, ‘এমন অসাধারণ একটা কুকুরকে আপনি রাখতে চাইছেন না?’
মালিক বললেন, ‘হ্যাঁ। কারণ ও ডাহা মিথ্যা বলে। আপনাকে যা বলেছে, এর কিছুই ও করেনি।’
সূত্রঃ প্রথম আলো, জুন ২৭, ২০০৯
Leave a Reply