আমাদের মনে প্রায়ই অনেক উদ্ভট প্রশ্ন জাগে, যার উত্তর খুঁজে পাই না। কাউকে জিজ্ঞাসা করলে বলে, ‘বোকার মতো প্রশ্ন কোরো না।’ ইন্টারনেট অবলম্বনে তেমনই কিছু বোকার মতো প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন মুনাস ইকবাল।
— আমরা ঘুম আনার জন্য চোখ বন্ধ করে ভেড়ার পালের ভেড়া গুনি। তাহলে ভেড়ারা ঘুমানোর জন্য কী গোনে?
— আমরা বাজারে গেলেই দেখি ‘ফ্রি’ গিফটসহ পণ্য। সব গিফট কি ফ্রি নয়?
— বেশির ভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যাটারি দ্বারা চলে, কিন্তু ব্যাটারি কিসে চলে?
— আলোর গতিবেগ রয়েছে, শব্দেরও গতিবেগ রয়েছে। সে ক্ষেত্রে গন্ধের কি কোনো গতিবেগ আছে?
— আমরা প্রায়ই রং নম্বরে কল করি। রং নম্বর কেন কখনো ব্যস্ত থাকে না?
— রোমান অক্ষরে আমরা নম্বর ও, ওও, ওওও লিখি, বলুন তো শূন্য (০) লেখে কীভাবে?
— যখন প্রথম ঘড়ি তৈরি করা হলো, তখন তারা কীভাবে জানল যে সময় কততে সেট করতে হবে?
— ‘রেস্টরুম’কে কেন আমরা রেস্টরুম বলি, যখন সেখানে আমরা কেউই রেস্ট নিই না?
— অভিধানে যদি ভুল বানান থাকে, তাহলে আমরা বুঝব কী করে?
— মেয়েরা কেন মাসকারা দেওয়ার সময় চোখ বন্ধ করে রাখে?
— ফ্রিজের ডালা খুললেই বাতি জ্বলে ওঠে, কিন্তু ডিপ ফ্রিজে কেন বাতি থাকে না?
— ‘কর্ন অয়েল’ যদি কর্ন থেকে আসে, ‘ভেজিটেবল অয়েল’ যদি ভেজিটেবল থেকে আসে, তবে ‘বেবি অয়েল’ কোথা থেকে আসে?
— কেউ যখন বলে আকাশে কোটি কোটি তারা আছে, আমরা তা সহজেই বিশ্বাস করি। কিন্তু যখন বলা হয় এখানে কাঁচা রং রয়েছে, আমরা কেন তা সব সময় ছুঁয়ে দেখি?
— গ্রিনল্যান্ডের নাম গ্রিনল্যান্ড কেন হলো, যখন পুরোটাই সাদা বরফে ঢাকা?
— যদি একটি অ্যাম্বুলেন্স কাউকে বাঁচানোর জন্য যাওয়ার পথে কাউকে ধাক্কা মারে, তবে কি তা ওই লোকটিকে বাঁচানোর জন্য থামবে?
— ‘মিনারেল ওয়াটার’ বলা হয় ঝরনার সুমিষ্ট প্রাকৃতিক পানিকে। তা-ই যদি হয়, তাহলে যে পানি যুগ যুগ ধরে পাহাড়ি ঝরনাধারায় থাকে, সেটি বোতলে ঢুকলেই কেন এক্সপায়ার ডেট দেওয়া হয়?
— আমরা কেন সব সময় চুলকানো বা খামচি ওপর থেকে নিচের দিকে দিই?
— কেন ব্যাংকে দরজা খুলে রাখা হয়, কিন্তু ভেতরে কলম সুতা দিয়ে বেঁধে রাখা হয়?
— কেন আমরা রিমোটের ব্যাটারি নষ্ট হয়ে গেছে জেনেও জোরে জোরে বোতাম টিপতে থাকি?
— ‘কমলা’কে যদি কমলা বলা হয়, ‘লেবু’কে কেন সবুজ বলা হয় না?
— প্লেনের ‘ব্ল্যাক বক্স’টি কখনোই ধ্বংস হয় না, সে ক্ষেত্রে পুরো প্লেনটি কেন এই উপকরণ দিয়ে তৈরি করা হয় না?
— কেন লেমন জুস তৈরি করা হয় আর্টিফিশিয়াল ফ্লেভার ব্যবহার করে, অথচ ‘ডিশওয়াশিং লিকুইড’ তৈরি করা হয় আসল লেবুর নির্যাস থেকে?
— আমরা যখন গাড়ি চালানোর সময় কোনো ঠিকানা খুঁজতে থাকি, তখন রেডিওর সাউন্ড কমিয়ে দিই কেন?
— টারজানের কেন দাড়ি থাকে না?
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২২, ২০০৯
Leave a Reply