ছেলে বাবাকে চিঠি দিয়েছে। চিঠির মূল বক্তব্যঃ জলদি কিছু টাকা পাঠাও। ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে যাচ্ছে।
বাবা জবাবে জানতে চাইলেন, ঘড়ির কাঁটা এগিয়ে গেলে টাকা পাঠাতে হবে কেন?
পরের চিঠিতে ছেলে লিখল, ‘এক ঘণ্টা আগানো কাঁটাওয়ালা একটা ঘড়ি কিনতে হবে না? আমার এখন যে ঘড়িটা আছে-ওটাতে তো কাঁটা নাই-ডিজিটাল।’
সূত্রঃ প্রথম আলো, জুন ২০, ২০০৯
Leave a Reply