একটি ছোট্ট ছেলে, বয়স চার কি পাঁচ বছর। এই বয়সে সে ঘড়ি না চিনলেও দিব্যি সুন্দর একটা ঘড়ি হাতে তার। তাদের বাসায় একদিন তার দাদাভাই বেড়াতে এসে বিষয়টা খেয়াল করেন। এত দিন কিছু না বললেও যাওয়ার দিন নাতিকে জিজ্ঞেস করলেন-দাদুভাই, কয়টা বাজে।
তাঁর নাতিও বড়দের মতো ঘড়ির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ‘দাদাভাই, তোমার যাওয়ার সময় কিন্তু হয়ে গেছে।’
সূত্রঃ প্রথম আলো, জুন ২০, ২০০৯
Leave a Reply