তিন ব্যক্তির হঠাৎ একদিন দেখা। তাঁদের একজন হলেন আমেরিকান, একজন জার্মান এবং অন্যজন বাঙালি। ওই পথ দিয়ে একজন সাধারণ লোক যাওয়ার সময় তাঁদের কাছে সময় জানতে চাইলেন?
আমেরিকান ভদ্রলোক বললেন, ‘বিকেল তিনটা।’
সঙ্গে সঙ্গে জার্মান ভদ্রলোক প্রতিবাদ করে উঠলেন, ‘মোটেও না, এখন বাজে বিকেল চারটা।’
তখন ওই বাঙালি ভদ্রলোক নির্লিপ্তভাবে বললেন, ‘কিন্তু আমার ঘড়িতে তো বাজে বিকেল পাঁচটা।’
অন্যরা বেশ অবাক হলেন। জার্মান ও আমেরিকান ভদ্রলোক বললেন, ‘তোমরা তো তাহলে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা জাতি। তোমরা তিন ঘণ্টা ঘড়ির কাঁটা এগিয়ে দিয়েছ!’
বাঙালি ভদ্রলোক তখন ভালোভাবে ঘড়ির দিকে তাকিয়ে অন্যদের বললেন, ‘বিষয় আসলে তা নয়, আমার ঘড়িতে যে সময়টা দেখা যাচ্ছে, ওটা সম্ভবত কয়েক দিন আগের। এখানে আসার পর ভালো কোনো ঘড়ির সঙ্গে মিলিয়ে নেওয়া হয়নি।’
সূত্রঃ প্রথম আলো, জুন ২০, ২০০৯
Leave a Reply