বাজেট ও বাজেটসংক্রান্ত বিভিন্ন শব্দ কিংবা শর্তাবলি সাধারণ মানুষের জন্য প্রায়ই দুর্বোধ্য। এই দুর্বোধ্য শব্দগুলোর একটু সহজ ব্যাখ্যা দিতেই এই আয়োজন করেছেন মেহেদী মাহমুদ আকন্দ।
ভর্তুকি
সেই পুরোনো মোবাইলে কি আর এখন প্রেস্টিজ থাকে! এটা বিক্রি করে নতুন একটি হাইফাই মোবাইল সেট কিনতে হবে। পুরোনো মোবাইল বিক্রির টাকার সঙ্গে যে টাকা যোগ করে নতুন মোবাইল কিনতে হবে সেই টাকা যদি বড় ভাই কিংবা বড় আপা দেয় তাহলেই সেটা হচ্ছে মোবাইল খাতে বড় ভাই-আপা কর্তৃক প্রদত্ত ভর্তুকি।
দারিদ্র্য বিমোচন প্রকল্প
দেশে যত দরিদ্র আছে তাদের আষ্টেপৃষ্ঠে ধরে এদের নাম-নিশানা মুছে ফেলার প্রকল্পই হচ্ছে দারিদ্র্য বিমোচন প্রকল্প। বুঝতেই পারছেন, এই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে দরিদ্রতা দূর না হলেও কিছু লোকের দারিদ্র্য (?) ঠিকই দূর হবে।
কালো টাকা
কখন ছিনতাইকারী কিংবা প্রেমিকার কবলে পড়েন সেই ভয়ে আপনি সব টাকা মানিব্যাগে রাখেন না। কিছু টাকা মানিব্যাগের বাইরে অন্য কোনো গোপন পকেটে লুকিয়ে রাখেন। যে টাকার খবর আপনি কারও কাছে প্রকাশ করেন না-সেই টাকা হচ্ছে কালো টাকা।
ট্যাক্স
আপনি নিয়মিত এলাকার এক ছোট বোনকে দিয়ে আপনার প্রেমপত্রগুলো সঠিক গন্তব্যে প্রেরণ করেন। এ কাজের জন্য এলাকার ওই ছোট বোনকে নিয়মিত হারে যে টাকা প্রদান করতে হয় তাই ট্যাক্স।
অভ্যন্তরীণ ঋণ গ্রহণ
পরীক্ষার হলে কলমের কালি শেষ হয়ে গেলে, ক্যালকুলেটরের ব্যাটারি নষ্ট হয়ে গেলে, স্টকে থাকা নকল কমন না পড়লে পরীক্ষার হলের বাইরে না গিয়ে আশপাশের কারও কাছ থেকে ঋণ নিয়ে তাৎক্ষণিক চাহিদা পূরণকে বলে অভ্যন্তরীণ ঋণ গ্রহণ।
ঘাটতি বাজেট
আপনার হাত খরচের টাকা জোগাতে আপনাকে খুব হিমশিম খেতে হচ্ছে। এই অর্থনৈতিক ঘাটতির সময়ে কীভাবে টাকা সংগ্রহ করা যায়, কার পকেট, কার ভ্যানিটি ব্যাগে হামলা চালানো যায়-এই অবস্থাকেই বলে ঘাটতি বাজেট।
অনুন্নয়নমূলক ব্যয়
যে সরকারি প্রকল্পে সরকারদলীয় নেতা-কর্মীদের অবস্থার খুব একটা উন্নয়ন হয় না সেই প্রকল্পের ব্যয়কে দলীয় নেতা-কর্মীরা অনুন্নয়নমূলক ব্যয় নাম দিয়েছেন।
বৈদেশিক সাহায্য
নিজ এলাকার মেয়েকে পটানোর জন্য যদি অন্য এলাকার ছেলেপেলেদের সাহায্য নেওয়া হয় তবে তাকে বলে বৈদেশিক সাহায্য।
লক্ষ্যমাত্রা অর্জন
যে মাত্রার মধ্যে পাশের বাড়ির বারান্দা থাকলে চিঠিখানা ঢিল দিয়ে সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব তাকেই লক্ষ্যমাত্রা বলে। আর সফলভাবে এই কার্য সম্পাদন করতে পারলেই তাকে বলে লক্ষ্যমাত্রা অর্জন।
দ্রব্যমূল্য
এটি একটি একমুখী প্রবাহ-বাজেটে কমানোই হোক আর বাড়ানোই হোক বাজারে দ্রব্যমূল্য সদাসর্বদাই বেড়ে যায়।
নিরাপত্তা ব্যয়
বাংলাদেশ ক্রিকেট দল বিদেশ থেকে দেশে ফেরার পর জনরোষ থেকে তাদের নিরাপত্তা দিতে যে ব্যয় হয় তাই হচ্ছে নিরাপত্তা ব্যয়।
গরিব মারার বাজেট
এটি একটি কাল্পনিক ধারণা। প্রবাদ-প্রবচনও বলা যেতে পারে। যখন যে দলই বিরোধী দলে থাকুক না কেন তারা বাজেট সম্পর্কে যেসব মন্তব্য করে তার মধ্যে খুবই কমন একটি উক্তি হচ্ছে গরিব মারার বাজেট।
আমদানি শুল্ক
ফুলদানিতে ফুলের মতো আমদানিতে আম রাখার জন্য পাশের বাগানের মালীকে আম সরবরাহ বাবদ যে ঘুষ দিতে হয় তা-ই হচ্ছে আমদানি শুল্ক।
অর্থনৈতিক মন্দা
অর্থনৈতিক মন্দা হচ্ছে এমন এক অর্থনৈতিক অবস্থা যখন এলাকার সব দোকানের হটলিস্টে আপনার নাম থাকবে। কারণ দোকানগুলোর বাকির খাতায় সর্বোচ্চ বাকি রাখার রেকর্ডের দৌড়ে আপনি যথেষ্টই এগিয়ে থাকবেন।
উচ্চাভিলাষী বাজেট
ঈদকে সামনে রেখে গৃহকর্ত্রী যখন একক কর্তৃত্বে ঈদ মার্কেটিংয়ের বাজেট ঠিক করে তখন সেই বাজেটই হয় উচ্চাভিলাষী বাজেট।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৫, ২০০৯
Leave a Reply